খুলনায় আগামী ৩ জুন পর্যন্ত সমিতির কিস্তি আদায় স্থগিত
দ. প্রতিবেদক
করোনা ভাইরাসজনিত কারণে খুলনায় ক্ষুদ্রঋণের কিস্তি আদায় স্থগিত করার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এ নির্দেশনা প্রদান করেছেন।
জেলা প্রশাসন সূত্র জানা যায়, বর্তমানে করোনা ভাইরাসজনিত কারণে বিশ্ববাণিজ্যের পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্যের নেতিবাচক প্রভাবে পড়েছে। এ কারণে আগামী ০৩ জুন পর্যন্ত ক্ষুদ্রঋণের কিস্তি আদায় স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে স্বেচ্ছায় কেও কিস্তি পরিশোধ করতে চাইলে তা গ্রহণ করা যাবে।