May 3, 2024
আঞ্চলিক

খুলনায় অস্বাস্থ্যকর পানি বোতল ও বাজারজাত করায় জরিমানা

 

দ. প্রতিবেদক

খুলনায় অস্বাস্থ্যকর পানি বোতলজাত ও বাজারজাতকরণের দায়ে দুইজনকে ১ লাখ ১০ হাজার টাকা অর্থদÐ করেছে র‌্যাব-৬ এর ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার র‌্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল ও খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানা যায়, দৌলতপুর থানাধীন পাবলা এলাকায় ‘অকসি ড্রিংকিং ওয়াটার’ নামক প্রতিষ্ঠান এবং বটিয়াঘাটা থানাধীন রূপসী রূপসা দক্ষিণ মুহাম্মাদনগর আবাসিক এলাকায় ‘মাসাফি ড্রিংকিং ওয়াটার’ নামক প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় অস্বাস্থ্যকর পানি বোতলজাত এবং বাজারজাত করণ করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিএস) আইন মোতাবেক মোঃ আনোয়ার হোসেন (৫৬) কে ৬০ হাজার টাকা এবং মোল্লা ইসমাইল হোসেন (৩৩) কে ৫০ হাজার টাকাসহ মোট ১ লাখ ১০ হাজার টাকা অর্থদÐ প্রদান করা হয়। পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি দুইজন মোবাইল কোর্টের জরিমানার অর্থ পরিশোধ করলে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট জরিমানার আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *