January 19, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় অস্ত্র মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড

দ. প্রতিবেদক
অস্ত্র আইনের এক মামলায় আসামি জালাল উদ্দিনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার খুলনা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আসামি জালাল উদ্দিন ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া গ্রামের মোঃ মোজাহার সরদারের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর দপুর পৌনে তিনটায় খুলনা র‌্যাব কর্মকর্তারা মাদকদ্রব্য ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে ডুমুরিয়ায় অভিযান চালায়। ওই সময় তারা জানতে পারে মাগুরখালী বাজার সংলগ্ন রায়হান শেখের বাড়ির পাশে কতিপয় ব্যক্তি মাদক ও চোরাই মালামাল ক্রয় বিক্রয় করছে। সেখানে র‌্যাব কর্মকর্তারা উপস্থিত হলে জালাল পলানোর চেষ্টা করে ব্যর্থ হয় এবং তার কোমর থেকে দেশী তৈরী একটি পিস্তল উদ্ধার করা হয়। ওই দিন র‌্যাবের জেসিও ও এসসিপিও (এক্স) মোঃ সৈয়দুজ্জামান বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন, যার নং ১৪। একই বছরের ৩০ অক্টোবর ডুমুরিয়া থানার এসআই আইয়ুব হোসেন তাকে অভিযুক্ত করে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি বিচারাধীন সময়ে ১০ জন স্বাক্ষ্য প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এ্যাড. এনামুল হক।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *