December 26, 2024
আঞ্চলিক

খুলনায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু কবির আটক

দ: প্রতিবেদক

খুলনায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু খালেক বাহিনীর সক্রিয় সদস্য মো. কবির শেখ (৪৭) কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। দাকোপের ওড়াবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ তোফায়েল আহমেদ শুক্রবার জানিয়েছেন।

তিনি জানান, তার নেতৃত্বে এসআই সনজীব ঘোষ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক ও অস্ত্র গুলি উদ্ধারসহ বিশেষ অভিযান পরিচালনা কালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দাকোপ থানাধীন ওড়াবুনিয়াস্থ চালনা টু বাজুয়াগামী ওয়াপদা রাস্তার উপর থেকে বনদস্যু কবির শেখকে আটক করে। এসময় তার কাছ থেকে ১টি অত্যাধুনিক ওয়ান স্যুটারগান ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। সে বাগেরহাট জেলার রামপালের কৈগরদাসকাঠি এলাকার মৃত ইলিয়াছ শেখ এর ছেলে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ কবির শেখ বনদস্যু খালেক বাহিনীর সক্রিয় সদস্য। সে সহ বনদস্যু খালেক বাহিনী প্রধান খালেক ও তার এক সহযোগীরা এলাকার বিভিন্ন ঘের ব্যবসায়ীদের নিকট চাঁদাদাবী সহ অপরাধ মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার এসআইসনজীব ঘোষ বাদী হয়ে দাকোপ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামী কবির শেখ এর বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজীসহ সর্বমোট ৮/৯টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানা যায়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *