January 21, 2025
আঞ্চলিক

খুলনার সহকারী কর কমিশনার মেজবাহ’র জামিন নামঞ্জুর

করদাতারের টাকা আত্মসাত

 

দ: প্রতিবেদক

করদাতাদের তিন কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৪২৯ টাকা আত্মসাতের মামলায় খুলনার সহকারী কর কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদের জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার মহানগর সিনিয়র স্পেশাল জজ (দায়রা জজ) আদালতে জামিনের আবেদন করলে বিচারক মো. শহিদুল ইসলাম শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন। ২০১৯ সালের ১৬ অক্টোবর গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১৭-১৮ সালে কর সার্কেল-১৪, বাগেরহাটে সহকারী কর কমিশনার হিসেবে কর্মরত থাকাকালে মেজবাহ উদ্দিন করদাতাদের প্রদানকৃত করের টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে বিভিন্ন ব্যাংকে ব্যক্তিগত এ্যাকউন্টে জমা রাখেন। পরবর্তীতে ক্ষমতার অপব্যবহার করে কর্মকর্তা-কর্মচারীদের নামে একাধিক বেতন হিসাব খুলে ব্যাংক থেকে ওই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। ২০১৭ সালের ৯ মার্চ থেকে ২০১৯ সালের ১৭ এপ্রিলের মধ্যে ব্র্যাক ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, সোনালী ব্যাংক ও জনতা ব্যাংক থেকে তিনি ওই টাকা আত্মসাৎ করেন। এ বিষয়ে দুদকের মামলার পর গত ১৬ অক্টোবর নগরীর নূরনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *