May 19, 2024
আঞ্চলিক

খুলনার সকল রাজনৈতিক হত্যাকান্ডের পুনর্বিচার দাবি করলেন সিটি মেয়র

 

নিউমার্কেটে শহীদ এসএমএ রব চত্বর উদ্বোধন

 

খবর বিজ্ঞপ্তি

এসএমএ রব, মঞ্জুরুল ইমাম ও শহীদ ইকবাল বিথারসহ খুলনার সকল রাজনৈতিক হত্যাকাÐের পূর্ণবিচার চাইলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, খুলনার কোন রাজনৈতিক হত্যাকাÐের সঠিক বিচার হয়নি। এসব রাজনৈতিক হত্যাকাÐের নেপথ্যের কারণ খুলনাবাসী জানতে চায়। সিটি মেয়র গতকাল বুধবার সকালে শহীদ এসএমএ রব চত্বরের উদ্বোধন উপলক্ষ্যে এক সুধী সমাবেশে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

রবের স্মৃতিচারণ করে সিটি মেয়র আরও বলেন, এসএমএ রব ছিলেন একজন উদার মনের কর্মীবান্ধব জনদরদী নেতা। তিনি সকল দল-মত, শ্রেণি-পেশার মানুষের আস্থাভাজন ব্যক্তি ছিলেন। এ ধরণের সমাজ সেবকের কখনো মৃত্যু হয় না।

শহীদ এসএমএ রব স্মৃতি পরিষদের সভাপতি আলহাজ্ব চ.ম মুজিবর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের সঞ্চলনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফ্ফার বিশ্বাস, সোনাডাঙ্গা থানা আ’লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন আশা, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাস, রবপুত্র এসএম আরিফুর রহমান মিঠু, এস এম আকিল উদ্দিন, নিজামুর রহমান লালু, মাসুদুর রহমান গোরা, এসএম আশফাকুর রহমান রাজিব। বক্তৃতা করেন আ’লীগ নেতা কামরুল ইসলাম বাবলু, নুর ইসলাম, ইউসুর আলী খান, ইঞ্জিনিয়ার শেখ আব্দুর জব্বার, আব্দুর হাই মুজিবর, শেখ আব্দুল মজিদ, গোলাম সরোয়ার, এসএম জসিম উদ্দিন, আলহাজ্ব শেখ বাহাউদ্দিন, তোবারক হোসেন তপু, আবুল হোসেন মাস্টার, এস এম জসিম উদ্দিন, গোলাম রব্বানী, আবু তাহের মাস্টার, জিয়াউর রহমান বাবু, মজিবর রহমান, কালাম মোল্লা, মোক্তার হোসেন, জাহানারা সিরাজ, জনি বসু, মাওলানা আজিজুর রহমান, শেখ সগির আহম্মদ, সহাদেব সাহা, জয় সরকার প্রমুখ। পরে প্রধান অতিথি শহীদ এসএমএ রব চত্বরের উদ্বোধন শেষে দোয়া মাহফিলে শরীক হন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *