খুলনার ল্যাবে আরও সাতজনের করোনা শনাক্ত
দ. প্রতিবেদক
খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে আরও ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে । যার মধ্যে খুলনার ৩ জন, যশাের ও সাতক্ষীরার ২ জন করে রয়েছেন। আজ মঙ্গলবার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য নিশ্চিত করেছেন খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।
তিনি দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, আজ মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ৬০টি। এদের মধ্যে মোট ৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
তিনি আরও জানান, খুলনায় আক্রান্তদের মধ্যে তিনজনই ডুমুরিয়া উপজেলার। আক্রান্তরা হলেন- থুকড়া এলাকার ১৭ বছর বয়সী এক ছাত্র, শাহপুর এলাকার ৪০ বছর বয়সী চাকুরীজীবী ও দক্ষিণ ডুমুরিয়ার ২৪ বছর বয়সী এক ছাত্র। এছাড়া যশোর জেলার অভয়নগর উপজেলার দুইজন ও সাতক্ষীরা জেলার দুইজন রয়েছেন।