May 1, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

খুলনার মেয়ে শারমিন নাহার সাথীর পিএইচডি ডিগ্রি লাভ

খবর বিজ্ঞপ্তি
খুলনার কৃতি সন্তান শারমিন নাহার সাথী পিএইচডি ডিগ্রী লাভ করেছেন। তাঁর গবেষণার বিষয় ছিল- তথ্য প্রযুক্তি কিভাবে একটি প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখে। যা বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিয়ে করা একটি গবেষণা। যেখানে নারী উদ্যোক্তাদের বিশেষ প্রধান্য দেওয়া হয়েছে।
শারমিন নাহার সাথী যুক্তরাজ্যের গ্রিনউইচ ইউনিভার্সিটি থেকে এমবিএ করার পর এসেক্স ইউনিভারসিটি থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেছেন। তিনি এখন যুক্তরাজ্যের বারমিংহাম সিটি ইউনিভার্সিটিতে লেকচারার হিসাবে কর্মরত আছেন।
শারমিন নাহার খুলনা সরকারি করনেশন বালিকা বিদ্যালয় থেকে এসএসসি ও খুলনা সরকারি মহিলা কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। এরপর তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশনে ডিগ্রি অর্জন করেন। তিনি খুলনার সুন্দরবন টিম্বার মারচেন্ড এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও রূপসা বায়তুস শরীফ জামে মসজিদের সাবেক সহসভাপতি মরহুম এম এ ওহাব মল্লিক ও হোসনেয়ারা বেগমের দ্বিতীয় কন্যা। তিনি সংশ্লিষ্টদের কাছে কৃতজ্ঞ ও সকলের কাছে দোয়া প্রার্থী।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *