January 19, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনার নয়ন হত্যায় দুই ভাই দু’দিনের রিমান্ডে

দ. প্রতিবেদক
খুলনার হরিণটানা থানা এলাকায় নয়ন সরদার হত্যা মামলার দুই আসামির দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারওয়ার আহমেদ এ আদেশ দেন।
আসামিরা হলেন, সুজন কসাই ওরফে কসাই সুজন (২২) ও তার ভাই রাজু কসাই (২৬)। তারা দু’ জনই গল্লামারী পাম্প এলাকার রুস্তম শেখের ছেলে। এর আগে গত ৩ মার্চ রাজু ও সুজন উভয় আদালতে নয়ন সরদার হত্যা মামলায় জামিনের জন্য আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২৮ জানুয়ারি বিকেল চারটায় নয়নকে ফোন করে হরিনটানা থানা এলাকার কাশ্মিরি জুস কর্ণারের সামনে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। পরে ওই ঘটনায় নিহতের ভাই রাসেল হাসান বাবু বাদী হয়ে সাতজন আসামির নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামাদের নামে মামলা দায়ের করেন, যার নং ৮।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশিক রেজা জানান, মামলায় এ পর্যন্ত তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সুজন ও রাজু কসাই এ মামলার প্রথম সারির আসামি। তারা দু’ ভাই আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদেরকে কারাগারে প্রেরণ করেন। পরে ৫ মার্চ তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত তাদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় আরো দু’জন আসামি পলাতক রয়েছে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *