খুলনায় ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু
দ. প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই জ্বর ও শ্বাস কষ্টে ভুগছিলেন।
মৃতরা হলেন- নড়াইল জেলার হাটবাড়িয়া এলাকার আব্দুল মান্নানের স্ত্রী রোকেয়া (৬৫) ও গোপালগঞ্জের কোটালী পাড়া উপজেলার বদরুল আলমের স্ত্রী কামরুন্নাহার (৪৫), সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার শুশান্ত মণ্ডলের ছেলে রিপন (২২), খুলনা মহানগরীর রায়ের মহল এলাকার মৃত মজিদ হাওলাদারের ছেলে দেলোয়ার হোসেন (৬৫), সোনাডাঙ্গা আবাসিক এলাকার শিক্ষক রমেশ চন্দ্র, যশোরের কেশবপুর উপজেলার মোসলেম দফাদারের ছেলে মোঃ আলিম (৩০) ও নগরীর দৌলতপুর এলাকার রাজিব হোসেনের মেয়ে মিম (১২)।
এছাড়া করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হরিণটানা থানাধীন মোহাম্মদ নগর এলাকার বাসিন্দা মোঃ ফরিদ হোসেন (৫৫)।
খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ ও খুমেকের ফ্লু কর্নারের ফোকাল পার্সন (আরএমও) ডাঃ মিজানুর রহমান দক্ষিণাঞ্চল প্রতিদিনকে মৃত্যুর বিষয়গুলো নিশ্চিত করেছেন।
চিকিৎসকদ্বয় বলেন, ৭ জুন রাত থেকে ৮ জুন সকালে এই আট জন মারা যান।
এদিকে তারা করোনা আক্রান্ত কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে খুলনায় করোনা উপসর্গ নিয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।