January 20, 2025
আঞ্চলিককরোনালেটেস্ট

খুলনায় ১ হাজার ৩৫০ পরিবারকে ঈদ উপহার দিলেন আ’লীগ নেতা টিটো

দ. প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে খুলনা মহানগরীর ২৩নং ওয়ার্ডের অসহায়, গরীব ও নিম্ন-মধ্যবিত্ত কর্মহীন ১ হাজার ৩৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফয়েজুল ইসলাম টিটো।

গতকাল শনিবার তিনি নিজস্ব অর্থায়নে এ ঈদ সামগ্রী বিতরণ করেছেন।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা টিটো বলেন, আমরা সবাই মানুষ, আর সকলেই সকলের জন্য। মানুষের সুখে দুঃখে পাশে থেকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমেই মানুষ তার আত্মার পূর্ণ তৃপ্তি লাভ করে। আর এই করোনা পরিস্থিতিতে সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি।

সমাজের বিত্তশালীদের প্রতি আহবান জানিয়ে তিনি আরও বলেন, যারা বিত্তশালী আছেন সবাই যার যার জায়গা থেকে যদি প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করেন তাহলে লকডাউনে থাকা মানুষের কষ্ট অনেকটা লাঘব করা সম্ভব। আল্লাহর রহমতে অচিরেই হয়ত আমরা এ করোনা সংকট কাটিয়ে উঠতে পারবো।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *