খুলনায় সাবেক এমপি মঞ্জু’র স্ত্রী করোনায় আক্রান্ত, বাড়ি লকডাউন
দ. প্রতিবেদক : খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর স্ত্রী এ্যাড. সাবিহা খাতুনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার খুমেকের পিসিআর ল্যাবে খুলনা জেলা ও মহানগরীর ১৭ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে এ্যাড. সাবিহারও নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
খুলনা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে নিশ্চিত হওয়া গেছে নজরুল ইসলাম মঞ্জুর স্ত্রী সাবিহা খাতুনের করোনা পজিটিভ ধরা পরেছে। তিনি নিজ বাসাতেই চিকিৎসকদের পরামর্শে আইসোলেশনে আছেন। স্বাস্থ্যবিধি অনুযায়ী নজরুল ইসলাম মঞ্জুর এবং ছেলে ও মেয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত হোম কোয়ারিন্টিনে থাকবেন।
এদিকে নজরুল ইসলাম মঞ্জুর স্ত্রীর করোনা ধরা পরায় মহানগরীর মিয়াপাড়া মোড়স্থ বাড়ি লকডাউন করা হয়েছে।
খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো ইসমাইল হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর মহানগরীর মিয়াপাড়ার তিন তলা বাড়িটি লকডাউন করা হয়েছে।