খুলনায় সাংবাদিকদের মানবাধিকার রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ
দ. প্রতিবেদক
খুলনায় সাংবাদিকদের মানবাধিকার রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে খুলনা প্রেস ক্লাবে খুলনার বিভিন্ন মিডিয়ার ২০ জন সাংবাদিকদের জন্য বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম কর্তৃক আয়োজিত ইউএনডিপির সহযোগীতায় মানবাধিকার রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস. এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা।
প্রশিক্ষক হিসাবে ছিলেন সাংবাদিক পলাশ রায়। স্বাগত বক্তব্য প্রদান করেন বিএমএসএফ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফারজানা ববি নাদিরা। সঞ্চালনায় ছিলেন বিএমএসএফ এর স্থানীয় সমন্বয়ক সাংবাদিক ওয়াহেদ উজ জামান বুলু। প্রশিক্ষণ শেষে প্ররধানঅতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ