খুলনায় চিকিৎসাধীন ৪ করোনা রোগীর মৃত্যু
দ. প্রতিবেদক : খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ও বুধবার সকালে খুলনা করোনা হাসপাতালে (ডায়াবেটিক হাসপাতাল) তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন – দৌলতপুর থানাধীন পাবলা কবির বটতলা এলাকার মৃত আব্দুর রহমান এর ছেলে নেছার উদ্দিন (৫৬), নগরীর সদর থানাধীন দিলখোলা রোড এলাকার মৃত শেখ হাজী আফসার উদ্দিন এর ছেলে মোহাম্মদ ওমর ফারুক (৫৪), বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডা. উপেন্দ্রনাথ পাল (৭৫) ও নগরীর শেখপাড়া এলাকার জালাল উদ্দিন (৭২)।
খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, নেছার উদ্দিন ও মোহাম্মদ ওমর ফারুক ২০ জুন করোনা পজিটিভ হয়ে করোনা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ও সকাল ১১টায় তারা মৃত্যুবরণ করেন।
তিনি আরও জানান, এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বাগেরহাটের ফকিরহাটের ডা. উপেন্দ্রনাথ পাল এবং বুধবার সকাল সাড়ে ৬টায় নগরীর শেখপাড়া এলাকার জালাল উদ্দিন নামে ২ জন রোগীর মৃত্যু হয়।
এ নিয়ে খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত ১৮ জনের মৃত্যু হলো।