খুলনায় ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডব, বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি
দ. প্রতিবেদক
সুপার সাইক্লোন আম্পান তীব্র গতিতে অতিক্রম করছে সুন্দরবন সংলগ্ন খুলনা উপকূল। আরও এক ঘণ্টা সময় ধরে এটি অতিক্রম করবে। সে সময় বাতাসের বেগ আরও বৃদ্ধি পেতে পারে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনার উপকূলীয় বিভিন্ন এলাকায় পানির চাপ বেড়েছে। এতে করে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে।
খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, ঘূর্ণিঝড় আম্পান এখন ৯১ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়াসহ উপকূল দিয়ে খুলনা অঞ্চল অতিক্রম করছে। আগামী এক ঘন্টা সময় ধরে এটি অতিক্রম করবে। সে সময় বাতাসের বেগ আরও বৃদ্ধি পাবে।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা জানান, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে নদ-নদীতে পানির চাপ বেড়েছে। কয়রার দক্ষিণ বেদকাশির গোলখালী, আংটিহাড়া, হরিণখোলায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে।
খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) সংসদ সদস্য আকতারুজ্জামান বাবুও কয়রার এসব এলাকার বাঁধ ভাঙার খবর দক্ষিণাঞ্চল প্রতিদিনকে নিশ্চিত করেছেন। তবে ঝড় শেষ না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাবে না বলেও জানান তিনি।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড, খুলনার প্রধান প্রকোশলী মো. রফিক উল্লাহ জানান, বাঁধ ভেঙ্গে যাওয়ার কোন খবর এখনও পাওয়া যায়নি। তবে বাঁধ উপচে পানি প্রবেশ করার খবর আছে।