খুলনায় করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু
দ. প্রতিবেদক : খুলনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খাদিজা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রবিবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে তিনি মারা গেছেন। তিনি সদর থানাধীন টুটপাড়া এলাকার ইয়াহিয়া জিয়ার স্ত্রী।
খুমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, জ্বর, শ্বাসকষ্ট ও কাঁশিসহ নানা সমস্যা নিয়ে শনিবার রাত ৯টার দিকে খাদিজাকে করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। আজ রবিবার ভোরে তিনি মারা যান। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার জন্য জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।