খুমেক হাসপাতালে করোনার লক্ষণ নিয়ে একজনের মৃত্যু
দ. প্রতিবেদক : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেন ওয়ার্ডে করোনার লক্ষণ নিয়ে ভর্তি থাকা মোঃ আশরাফুর রহমান (৫৫) নামে এক রোগী মারা গেছেন। আজ শনিবার সকাল পৌনে ৮ টার দিকে তিনি মারা যান।
খুমেক হাসপাতালের পরিচালক মুন্সী রেজা সেকান্দার বিষয়টি নিশ্চিত করে জানান, আশরাফুর রহমান সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকায় গত ২৮ মে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, আশরাফুর রহমানের করোনা পরীক্ষার জন্য নমুনা গত শুক্রবার সংগ্রহ করা হয়। কিন্তু রেজাল্ট এখনও পাওয়া যায়নি।