খুমেক হাসপাতালের ফ্লু কর্নার ও আইসোলেশন ওয়ার্ডে শিশুর মৃত্যু
দ. প্রতিবেদক : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নার ও আইসোলেশন ওয়ার্ডে থাকা এক শিশুর মৃত্যু হয়েছে। এক বছর বয়সী ওই শিশুটি বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলা এলাকার ইমদাদুল এর মেয়ে।
আজ শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক ফিজিশিয়ান ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস।
তিনি জানান, আজ শুক্রবার বিকেলে নিউমোনিয়া সমস্যা নিয়ে খুমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হয়। পরে তার শ্বাসকষ্ট বাড়লে আইসোলেশন ওয়ার্ডে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, আজ শুক্রবার খুমেকের আরটি পিসিআর মেশিনে ৯৪ টি পরীক্ষা হয়েছে। যার সবগুলো নেগেটিভ এসেছে। এর মধ্যে খুলনার টেস্ট মাত্র ২টি ছিলো। বেশিরভাগ বাগেরহাট ও কুষ্টিয়ার টেস্ট ছিলো।