খুমেক হাসপাতালের পরিচালকের সাথে উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দের মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
গতকাল শনিবার সকাল ১১টায় খুলনা উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দের সাথে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালের পরিচালক ডাঃ এটিএম মঞ্জুর মোরশেদ এর মধ্যকার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান অবকাঠামো ৫০০ বেডে উন্নীত হওয়ায় এবং ডাঃ এটিএম মঞ্জুর মোরশেদ বর্তমানে পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানানো হয়। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে পরিদর্শন শেষে তাঁর গতিশীল নেতৃত্বে হাসপাতালের দৃশ্যমান উন্নয়ন ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে বিশেষ সন্তোষ প্রকাশ করা হয়।
খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন এর নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের মহাসচিব আলহাজ্জ্ব সৈয়দ ইমাম হাসান বাচ্চু, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আলহাজ্ব লোকমান হাকিম, বাংলাদেশ কমিউনিষ্ট কেন্দ্রের কেন্দ্রীর সাঃ সম্পাদক মোঃ মনিরুল হক বাচ্চু, জনউদ্যোগের সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন, জেলা জেপির সাঃ সম্পাদক মোশাররফ হোসেন হাওলাদার, উন্নয়ণ ফোরামের যুগ্ম মহাসচিব শেখ মনির হোসেন, মোঃ আসিফ ইকবাল, ইফফাত সানিয়া ন্যান্সি, খুবি’র সহযোগী অধ্যাপক মোর্ত্তুজা আহম্মেদ, বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, পিএমজি মাঃ বিদ্যালয়ের প্রশি হারুনর রশীদ প্রমুখ।