খুবি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বর্ণকমল রায়ের সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, পরিচালনা কমিটির সদস্য প্রফেসর ড. সাবিহা হক ছাড়াও প্রফেসর ড. মনিরুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক এস এম আব্দুল্লাহ আল মামুন। পরে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।