May 3, 2024
আঞ্চলিক

খুবি শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ইন্টারনেট সেবা দেবে গ্রামীণফোন

খুবি প্রতিনিধি
কোভিড-১৯ মহামারীর কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় গত ০১ সেপ্টেম্বর তারিখ হতে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইনে দ্বিতীয় টার্মের শিক্ষা কার্যক্রম শুরু করেছে। এ প্রেক্ষিতে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাসে যুক্ত হওয়ার সুবিধার্থে স্বল্পমূল্যে ইন্টারনেট ব্যবহারের জন্য গ্রামীণফোনের সাথে সমঝোতা হয়েছে।
সমঝোতা অনুযায়ী আগ্রহী শিক্ষার্থীকে গ্রামীণফোনের নিকট থেকে ১০ (দশ) টাকা মূল্যের একটি সিম ক্রয় করতে হবে। উক্ত সিম ব্যবহারকারী ২২৫ (দুইশত পঁচিশ) টাকার বিনিময়ে ত্রিশ দিনে ৩০ জিবি ডাটা ব্যবহার করতে পারবে। এই ডাটা শুধু একাডেমিক কার্যক্রম সংক্রান্ত কাজে ব্যবহার করা যাবে। এই সিম এর মাধ্যমে সরাসরি ডায়াল করে কথা বলা যাবে না। এই সিম ক্রয় করতে আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করা Google Form-এ প্রয়োজনীয় তথ্যাদি আইডি কার্ড/জন্মনিবন্ধনের স্ক্যান কপিসহ আগামী ২৪ সেপ্টেম্বর তারিখের মধ্যে পূরণ করে অনলাইনে জমদিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *