খুবি শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় খুলনা বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসুদন দত্ত অতিথি ভবনে বিশ্ববিদ্যালয় শিক্ষক পুরাতন কমিটির দায়িত্ব হস্তান্তর এবং নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর গ্রহণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সাথে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে বিদায়ী কমিটির সকল সদস্যকে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক এবং ট্রেজারার নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ও ট্রেজারারকে প্রথা অনুযায়ী ফাইল হস্তান্তরের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন এবং নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশিস কুমার দাশ বক্তব্য রাখেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. মাহমুদ হোসেন সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান শেষে প্রীতি ভোজের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, ডিনবৃন্দ, রেজিষ্ট্রারসহ সমিতির সদস্য শিক্ষকবৃন্দ নৈশভোজে অংশগ্রহণ করেন। উপাচার্য শিক্ষকবৃন্দের সাথে কুশলাদি বিনিময় করেন।