খুবির সিইটিএল’র উদ্যোগে নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
খবর বিজ্ঞপ্তিু
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, শিক্ষকতা মহৎ পেশা এটি সর্বজনবিদিত। এই পেশার আদর্শ, মহত্ত¡, গুরুত্ব কতোজন অনুধাবন করতে পারেন, তা মেনে চলেন, ধারণ করেন সেটা দেখার বিষয়। কারণ, জাতি গঠনের মূল দায়িত্ব শিক্ষকদের ওপরই ন্যস্ত। তিনি বলেন, নবীন শিক্ষকদের হাতেই জাতির ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করছে। তারাই ভবিষ্যত মানুষ গড়ার কারিগর। তাই শিক্ষকতা পেশাকে মনে প্রাণে গ্রহণ করে নিবেদিত হতে হবে।
গতকাল বৃহস্পতিবার বেলা ২টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং (সিইটিএল) এর আয়োজনে কবি জীবনানন্দ দাশ ভবনে ট্রেনিং প্রোগ্রাম ফর দ্য একাডেমিক মডুউল ওয়ান: টিচিং এন্ড লার্নিং শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন সিইটিএলের পরিচালক প্রফেসর ড. ফিরোজ আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিইটিএলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম। ৪ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ৪০ জন নবীন শিক্ষক অংশগ্রহণ করছেন। প্রথম দিনের প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন প্রফেসর এ কে ফজলুল হক।