খুবির চারুকলা ইনস্টিটিউটে শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
গতকাল বুধবার সকাল ১১ টায় চারুকলা ইনস্টিটিউটে সপ্তাহব্যাপী পঞ্চম শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান (ভারপ্রাপ্ত) মো. শেখ সাদী ভুঁঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, ডিন (ভারপ্রাপ্ত) চারুকলা ইনস্টিটিউট প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন প্রধান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন প্রিন্টমেকিং ডিসিপ্লিন প্রধান ড. নিহার রঞ্জন সিংহ। পরে প্রধান অতিথি বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং শিল্পী শশিভ‚ষণ পাল গ্যালারিতে সপ্তাহব্যাপী আয়োজিত শিল্পকর্ম প্রদর্শনীর ফিতা কেটে উদ্বোধন করেন। অতঃপর তিনি প্রদর্শিত শিল্পকর্ম ঘুরে দেখেন। এসময় ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, ডিন (ভারপ্রাপ্ত) চারুকলা ইনস্টিটিউট প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ৯জুলাই পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী গ্যালারী খোলা থাকবে।