খুবির অর্থনীতি ডিসিপ্লিনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
গতকাল সোমবার সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনে অর্থনীতি ডিসিপ্লিন ও খুলনা ইউনিভার্সিটি ইকোনোমিক্স সোসাইটি (কুয়েস) এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান ইফতার মাহফিলে অংশগ্রহণের জন্য সবাইকে ডিসিপ্লিনের পক্ষ থেকে ধন্যবাদ জানান। ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুয়েসের সভাপতি আবিদা হক তামান্না। ইফতার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষার্থী মাসুদ রানা। ইফতার পূর্বে দোয়া করা হয়। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ডিসিপ্লিনের শিক্ষার্থী মশিউর রহমান সাজিদ। ইফতারে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।