December 26, 2024
আঞ্চলিক

খুবিতে নবাগত ১২৩০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে একাডেমিক কর্মশালা সমাপ্ত 

খবর বিজ্ঞপ্তি  

 গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আউকিউএসি) উদ্যোগে প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য ৫ দিনব্যাপী একাডেমিক কাউন্সিলিং এন্ড মোটিভেশন শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।  

 

এই কর্মশালার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষে ভর্তিকৃত নবাগত ১২৩০ জন শিক্ষার্থীকে উচ্চশিক্ষায় সফলতা অর্জনের বিভিন্ন দিক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়মকানুন, নীতি-নৈতিকতা, মূল্যবোধ, শিষ্টাচার, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতিসহ বিভিন্ন দিকে আলোকপাত করা হয়। এছাড়া শিক্ষার্থীদেরকে মাদক, জঙ্গীবাদসহ বিপথগামীতার ঝুঁকি ও জীবনের স্বপ্নবিনাশের কারণগুলো তুলে ধরে সত্যিকারভাবে জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদেরকে দক্ষ ও সৎ নাগরিক হওয়ার জন্য উপযুক্ত করে গড়ে তোলার বিষয় নিয়েও আলোচনা করা হয়। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পাওয়ার পয়েন্টে কীইস টু সাকসেস ইন হায়ার এডুকেশন শীর্ষক নিবন্ধ উপস্থাপন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।  

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রায়হান আলী, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. ফিরোজ আহমদ, আইন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত এবং শিক্ষা স্কুলের ডিন প্রফেসর এ কে ফজলুল হক। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। উদ্বোধনী পর্বের পর কয়েকটি সেশনে বিভিন্ন বিষয়ের ওপর পাওয়ার পয়েন্টে নিবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত, প্রফেসর ড. সাবিহা হক, প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার এবং পুনর্নিবেশ করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান। পাঁচদিনব্যাপী ওয়ার্কশপের সমাপ্ত দিনে ৬টি ডিসিপ্লিনের শিক্ষর্থীরা এই কর্মশালায় অংশ নেয়। ডিসিপ্লিনগুলো হচ্ছে আইন, ব্যবসায় প্রশাসন, মানবসম্পদ ও ব্যবস্থাপনা, এগ্রোটেকনোলজি, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিনে নবাগতদের জন্য আয়োজিত এ  কর্মশালা শেষ হলো।    

 

 

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *