খুবিতে চালু হচ্ছে ভার্চুয়াল ক্লাস
দ. প্রতিবেদক
বর্তমান করোনা পরিস্থিতি অব্যাহত থাকলে সে প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি প্রশমনে ভার্চুয়াল ক্লাস চালুর নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে এ ক্ষেত্রে শিক্ষামন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনাও অনুসরণ করা হবে। ভার্চুয়াল ক্লাস চালুর আগে সংশ্লিষ্ট ক্ষেত্রে সুবিধা-অসুবিধা নিরূপণ করে প্রয়োজনীয় সুপারিশ প্রদানে ২টি কমিটি গঠন করে আজ বুধবার পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে।
একাডেমিক বিষয়ে সুপারিশ প্রদানের জন্য ডিনবৃন্দের সমন্বয়ে একটি ডিনস কমিটি এবং কারিগরি দিকের বিষয়ে সুপারিশ প্রদানে একটি টেকনিক্যাল কমিটিকে এ বিষয়ে কাজ করে আগামী ১৫ (পনের) দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য অনুরোধ জানানো হয়েছে। অপরদিকে ভার্চুয়াল ক্লাসে সংযুক্তির ক্ষেত্রে দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত যে সকল শিক্ষার্থীদের বাড়িতে বিশেষ করে বিদ্যুৎ ও নেটওয়ার্ক সুবিধা নেই সে সকল শিক্ষার্থীদের তথ্য আগামী ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে সংগ্রহের জন্য ডিসিপ্লিন প্রধানদের প্রতি অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিস সীমিত পরিসরে গত ৩১ মে থেকে চালু করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালনে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে থার্মাল স্ক্যানার চালু করা হয়েছে। সকলকে অফিস প্রবেশের আগে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে শরীরের তাপমাত্রা পরিমাপপূর্বক অফিসে প্রবেশ করতে হবে। আজ বুধবার রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এ সব সংক্রান্ত অফিস আদেশ ও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।