December 22, 2024
আঞ্চলিক

খুবিতে এবার বিদেশি শিক্ষার্থী ভর্তির আসন দ্বিগুণ

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ ¯œাতক/¯œাতক (সম্মান) শ্রেণিতে এবার বিদেশি শিক্ষার্থীদের ভর্তির জন্য আসন সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রিয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ভর্তি কমিটির সদস্য বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ এবং সচিব রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উপস্থিত ছিলেন।

সিদ্ধান্ত অনুযায়ী ২০১৯-২০ শিক্ষা বর্ষে প্রত্যেক ডিসিপ্লিনে (বিভাগ) একটির পরিবর্তে ২টি আসনে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ দেওয়া হবে। ফলে বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিনে এবার ৫৮ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে। ভর্তির ক্ষেত্রে টিউশন ফিসহ আনুসাঙ্গিক খরচ কমিয়ে দেশের সাধারণ শিক্ষার্থীর সমপর্যায়ে আনা হয়েছে (আবাসন খরচ ব্যতীত)। বিদেশি শিক্ষার্থীদের আবাসনের জন্য বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের একটি অংশ নির্ধারিত করে তা উপযোগী করা হবে।

এছাড়া এবার ৪টি ইউনিটে ভর্তি পরীক্ষা অংশ নেওয়ার জন্য যারা নির্ধারিত সিজিপিএ এর শর্ত পূরণ করে আবেদন করবে এবং তাদের আবেদন যাচাইয়ের পর তা সঠিক থাকলে তারা সবাই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, এর আগের সভায় আগামী ২ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গ্রহণের তারিখ ঘোষণা করা হয় এবং ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে বলেও জানানো হয়। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি শীঘ্রই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *