খুবিতে আনন্দ শোভাযাত্রা আজ
খুলনা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র্যাংকিংয়ে স্থান পাওয়া ছাড়াও দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্ভাবনীতে প্রথম, গবেষণায় দ্বিতীয় এবং সামাজিক প্রভাব ক্যাটাগরিতে ৬ষ্ঠ স্থান অর্জন করায় এ উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় ক্যাম্পাসে এক আনন্দ শোভাযাত্রা বের করা হবে। এ শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধান, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করবেন।