খালেদার মুক্তির দাবিতে জেলা যুবদলের বিক্ষোভ
খবর বিজ্ঞপ্তি
বেগম খালেদা জিয়ার জামিনের শুনানী পেছানোর প্রতিবাদে এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার সকালে নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১১টায় নগরীর গোলকমনি পার্ক এলাকা থেকে এক বিশাল মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে পৌছায়। এখানে জেলা যুবদল সভাপতি শামীম কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদের পরিচালনায় পথ সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মোল্লা আইয়ুব হোসেন, নাদিমুজ্জামান জনি, ওহেদুজ্জামান সোহাগ, মোল্লা রিয়াজুল ইসলাম, মঞ্জুর আরেফিন, শফিকুল ইসলাম বাচ্চু, মোল্লা হুমায়ুন কবির, আতিক নেওয়াজ চঞ্চল, মাশকুর হাসান ফ্রান্স, মোমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, সন্দীপ চট্টোপাধ্যায়, রাসেল আহমেদ নাসিম, হাবিবুর রহমান বেলাল, কুদরতে ইলাহী স্পীকার, মাহমুদুল হাসান মিঠু, খন্দকার ফারুক হোসেন, মিরাজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, তৌহিদুর রহমান শান্ত, মোস্তাফিজুর রহমান, আজিবার, সেলিম চৌধুরী, মোল্লা মশিউর রহমান, আমির হোসেন, সোহেল রানা তুহিন, রেজাউল করিম খোকন, সোহেল রানা, বাহাউদ্দিন বিশ্বাস, নাজমুস সাকিব, মোঃ আব্দুস সোবহান, আজিজুল হাকিম, আব্দুল্লাহ আল মামুন নিপু, শফিক মোল্লা, মোঃ ফোরকান, শিশির শেখ, জাহিদুল ইসলাম, আসলাম গোলদার, মনির লস্কর, এরশাদ হোসেন, হুমায়ুন কবির, মোঃ আলী টুটুল, আনিস মোল্লা, রবিউল ইসলাম, বাবু ফকির, হাফিজুর রহমান, মোঃ রকি হোসেন, মোঃ শাহীন মোল্লা, গোলাম নবী, আব্দুল্লাহ শেখ, পারভেজ মোল্লা প্রমুখ।