May 5, 2024
জাতীয়

খালেদার বিদেশ যাওয়ার আবেদন পর্যালোচনা শেষে সিদ্ধান্ত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে আবেদনের ফাইল পর্যালোচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (০৬ মে) আইনমন্ত্রী এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, আবেদনের বিষয়ে আমরা আমাদের অভিমত যথাশিগগির, আজকে তো আর হবে না, যথাশিগগির আমরা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো।

এর আগে আইনমন্ত্রী বলেছিলেন, খালেদার বিদেশে যাওয়ার আবেদন বুধবার রাত সাড়ে ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে। আবেদনটি সচিবালয়ে আইনমন্ত্রণালের আনুষ্ঠানিকতা শেষে আমার কাছে আসতে ৩টা থেকে সাড়ে তিনটা বাজবে। ফাইল আসার পরে আইনে কি বলে সেটা দেখেই সিদ্ধান্ত জানানো হবে।

‘খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন কিনা তখন বলতে পারব। খালেদা জিয়াকে দুটি শর্তে মুক্তি দেওয়া হয়েছে। ৪০১ ধারার শর্ত মেনে বিবেচনার সুযোগ আছে কিনা সেটা দেখতে হবে। ’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *