খালিশপুরে রথখোলা মেইন রোড চলাচলের জন্য উন্মুক্ত
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বুধবার সকালে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মধ্য দিয়ে নগরীর খালিশপুরস্থ রথখোলা মেইন রোড চলাচলের জন্য উন্মুক্ত করেন। কেসিসি’র ‘গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্থ রাস্তা উন্নয়ন ও পুনর্বাসন’ প্রকল্পের আওতায় ২ কোটি ৭৩ লক্ষ ৬১ হাজার টাকা ব্যয়ে সড়কটির উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়।
কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম মুন্না, সহকারী প্রকৌশলী শেখ মোহাম্মদ হোসেন, সিনিয়র সাংবাদিক মোঃ হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা মোঃ শফিউল্লাহ, মোঃ আসলাম আলী শেখ, জামাল হোসেন, যুবলীগ নেতা বিপ্লব ধর তত্বী, মোঃ জনি মিয়া, রিয়াজ উদ্দিন ভূঁইয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ