খালিশপুরে ক্রিসেন্ট-পিপলস সংলগ্ন রাস্তা চালুর লক্ষ্যে মেয়র ও ডিসি’র পরিদর্শন
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর খালিশপুরস্থ ক্রিসেন্ট জুট মিল ও পিপলস জুট মিলের সীমানা সংলগ্ন বন্ধ রাস্তাটি পুনরায় চালু করার লক্ষ্যে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বুধবার সকালে সড়কটি সরেজমিন পরিদর্শন করেন। উল্লেখ্য, ইতোপূর্বে সড়কটি জন ও যান চলাচলের উন্মুক্ত থাকলেও উভয় জুট মিলের নিরাপত্তার স্বার্থে সড়কটি বন্ধ করে দেয়া হয়। বর্তমানে জুট মিল দু’টি বন্ধ থাকায় জনগুরুত্বপূর্ণ এ সড়কটি উন্মুক্ত করা জরুরী বলে পরিদর্শনকালে সিটি মেয়র উল্লেখ করেন। জেলা প্রশাসকসহ উপস্থিত কর্মকর্তাগণও রাস্তাটি উন্মুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।
কেসিসি’র কাউন্সিলর মো: সুলতান মাহমুদ পিন্টু, মো: ডালিম হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইউসুফ আলী, কেসিসি’র প্রধান প্রকৌশলী মোঃ এজাজ মোর্শেদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান, সহকারী প্রকৌশলী শেখ মোহাম্মদ হোসেন, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার, শ্রম অধিদপ্তর-খুলনার পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ মিজানুর রহমান, দীঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুব-উল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো: আলিমুজ্জামান মিলন, ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ হাসিবুল হাসান, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিঃ এর নির্বাহী প্রকৌশলী মোঃ এজাজ মামুনসহ জুটমিলের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়