খালিশপুরের মাদক মামলায় যুবকের ১১ বছর কারাদণ্ড
দ. প্রতিবেদক
খুলনা মহানগরীর খালিশপুর থানায় দায়ের হওয়া মাদক মামলায় এক যুবককে ১১ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশে দিয়েছে আদালত। মঙ্গলবার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো: শহীদুল ইসলাম এ আদেশ দিয়েছেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামী পলাতক ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামী হচ্ছে, কক্সবাজার জেলার রামু থানাধীন ৯নং ওয়ার্ড খুনিয়া পালঙ্ক হিমছড়ি পেচার দ্বীপ এলাকার মো: জাকির হোসেনের পুত্র মো: আলী হোছন ওরফে আলী হোসেন (৩২)।
মামলার বিবরণীতে জানা গেছে, ২০১৮ সালের ২৬ মার্চ রাত সাড়ে ৮টায় খালিশপুর থানাধীন ওয়ান্ডাল্যান্ড শিশু পার্কের সামনে থেকে আলী হোসেনকে আটক করে পুলিশ। ওইসময় তার কাছ থেকে ৫টি পলিথিনের প্যাকেটে রক্ষিত ২’শ পিচ করে মোট ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই কানাই লাল মজুমদার খালিশপুর থানায় মাদক মামলা দায়ের করেন যার নং ৪৩। একই বছরের ২৬ এপ্রিল মামলার তদন্তকর্মকর্তা এস আই কাজী বাবুল হোসেন আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালতের বিভিন্ন কার্য দিবসে সাক্ষ্য গ্রহণ শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক আসামীর বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি এড. কামরুল হোসেন জোয়ার্দার।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ