December 27, 2024
আঞ্চলিক

খানজাহান আলী রোড দোকান মালিক সমিতির নবনির্বাচিতদের অভিষেক

খবর বিজ্ঞপ্তি
খানজাহান আলী রোড দোকান মালিক সমিতি’র দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ, দায়িত্ব হস্তান্তর, অভিষেক অনুষ্ঠান গতকাল সকাল ১০টায় নগরীর খালিশপুরস্থ মোংলা পোর্ট অফিসার্স ক্লাব অডিটরিয়ামে সমিতির সাবেক সভাপতি সৈয়দ মোজাম্মেল হকের সভাপতিত্বে নবনির্বাচিত সভাপতি কামরুল করিম বাবুর পরিচালনায় সুসম্পন্ন হয়। নির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত কমিটির সাথে পরিচিতি হন খুলনা চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি কাজী আমিনুল হক। স্বাগত বক্তৃতা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আরিফুল ইসলাম।
এ সময়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া ও আলহাজ্ব দাউদুর রহমান আরজু ও সম্মিলিত ব্যবসায়ী সংগঠন সমন্বয় পরিষদের আহŸায়ক সৈয়দ মাসুদ আলী নীলু, চৌধুরী মিনহাজুল আহমেদ সজল, বাংলাদেশ দোকান মালিক সমিতির ভাইস চেয়ারম্যান মোঃ ইসলাম খান, মালেক চেম্বার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন মোল্যা, সিমেট্রি রোড পাদুকা মালিক সমিতি’র সম্পাদক হুমায়ুর কবির বাবু, উন্নয়ন কমিটির শেখ আব্দুল হালিম, সরদার মোশাররফ হোসেন, পোল্ট্রি শিল্প মালিক সমিতির মোঃ তরিকুল ইসলাম। নবনির্বাচিত ১৭ জন কর্মকর্তার নিবীড় পর্যবেক্ষণে সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণসহ দিনব্যাপী নানান আয়োজনে অভিষেক ও শপথ অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
শপথ গ্রহণকারী নবনির্বাচিত কর্মকর্তারা হলেনÑসভাপতি মোঃ কামরুল করিম বাবু, সহ-সভাপতি মোঃ আবু বক্কর ও মোঃ দিদারুল আলম লাভলু, সাধারণ সম্পাদক এস এম আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শমশের আলী, কোষাধ্যক্ষ বি ইউ আহমেদ মিঠু, সাংগঠনিক সম্পাদক এস এম আলমগীর হোসেন, প্রচার সম্পাদক কাজী আশরাফুর রহমান সাগর, দপ্তর সম্পাদক মোঃ কামরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিপন সরকার এবং নির্বাহী সদস্য সৈয়দ মোজাম্মেল হক, সরদার আরশাদ আলী, মোঃ আমজাদ হোসেন, মোঃ মুরাদ খান লিটন, মীর রেজওয়ানুর রহমান, মোঃ আলাউদ্দিন ও সৈয়দ ইসমাম তাহসীন সৌমিক।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *