কয়রায় হরিণের মাথা, পা ও চামড়াসহ মাংস উদ্ধার
দ. প্রতিবেদক
কয়রায় হরিণের মাথা, ভুঁড়ি, পা ও চামড়াসহ মাংস উদ্ধার করেছে মোংলা পশ্চিম জোন। বৃহস্পতিবার দুপুরে কয়রা উপজেলার খাসিটানা খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় হরিণের ২টি মাথা, ২টি চামড়া, ২টি ভুঁড়ি, ৮টি পা ও ২ কেজি মাংস উদ্ধার করা হয়।
এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার হরিণের মাথা, ভুঁড়ি, পা ও চামড়াসহ মাংস বন বিভাগের আন্দারমানিক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার গোয়েন্দা কর্মকর্তা লে. কমান্ডার এম মামুনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের মাথা, ভুঁড়ি, পা ও চামড়াসহ মাংস উদ্ধার করা হয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়