কয়রায় জোরপূর্বক বসত বাড়ী দখল করার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
কয়রা প্রতিনিধি
কয়রায় শত বছর দখলকৃত বসতবাড়ি জোরপুর্বক দখল করে নেওয়ার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার শিমলারআইট গ্রামের রেজাউল গাজীর স্ত্রী ছকিনা খাতুন। গতকাল শনিবার বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, শিমলারআইট মৌজায় আমাদের ৫১ শতক জমিতে আমাদের পুর্ব পুরুষ থেকে বসতবাড়ী তৈরি করে দীর্ঘ ১শ বছর বসবাস করে আসছি। ঐ বসতবাড়ি দখল করে নেওয়ার পায়তারা করে আমার প্রতিবেশি আঃ রহমান গংরা। বিষয়টি জানার পর আমরা গত ২৫ মে কয়রা থানায় ১টি সাধারণ ডায়েরী করি। তার পরেও তারা নানা ষড়যন্ত্র অব্যাহত রাখে। সেই ষড়যন্ত্র অনুযায়ী গত ১০ জুলাই আঃ রহমান গংরা আমাদের বসতবাড়ি জোর করে দখল করে নেওয়ার চেষ্টা করে। আমরা বাধা দিলে তারা আমাদেরকে বেধড়ক মারপিঠ করে আহত করে। এতে রাবেয়া ও ফাতিমা মরাত্মক আহত হয়ে প্রথমে কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহন করে। এ ব্যাপারে আমি বাদী হয়ে ৭ জনকে আসামী করে গত ১৭ তারিখ কয়রা থানায় ১টি মামলা দায়ের করি। মামলার ১নং আসামী আঃ রহমানকে গ্রেফতার করে পুলিশ। এতেও তারা ক্ষ্যান্ত হয়নি।
এরপরেও তারা গত ১৭ জুলাই আমাদের ঐ বসতবাড়ির গাছপালা কেটে ব্যাপক ক্ষতিসাধন করে। নিরুপায় হয়ে আমি নিজে বাদী হয়ে কয়রা উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১১ জনকে আসামী করে আরও ১ টি মামলা দায়ের করি। উক্ত মামলায় বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে সমনজারির আদেশ দেন। এ থেকে প্রতিশোধ নিতে আঃ রহমান গংরা আমাদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি ও ভয়ভীতি প্রর্দশন করছে। এমনকি আমার স্বামী রেজাউল করিম আগামী ২৬ জুলাই পবিত্র হজ্ব পালন করার জন্য পবিত্র মক্কা ও মদিনায় রওনা হবেন। তিনি পবিত্র হজ্ব পালন করতে গেলে আমাদের পরিবারকে ক্ষতিসাধন করবে বলে হুমকি দিচ্ছেন। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।