কয়রায় কাঁকড়া চাষের উপর গবেষণা বিষয়ে কর্মশালা
কয়র প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিসারীজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ,প্রকল্প পরিচালকের কার্যালয় প্রকল্পের উদ্যোগে কয়রায় কাঁকড়া চাষের উপর গবেষনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিসারীজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের প্রধান ও প্রকল্প পরিচালক ড. মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পাইকগাছা লোনা পানি গবেষনা কেন্দ্রের সিনিয়র সাইন্টিফিক অফিসার দেবাশিষ বিশ্বাস, যবিপ্রবির ফিসারীজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের অধ্যাপক মঞ্জুরুল হক, প্রেসক্লাব সভাপতি মোস্তফা শফিকুর ইসলাম, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোঃ আল মামুন ফরিদ, মোঃ সরোয়ার-ই মাহফুজ, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, ইউপি সদস্য রমেশ মন্ডল,শিক্ষার্থী নাজমুল হাসন পালাশ, কাঁকড়া ব্যবসায়ী লুৎফর রহমান, মৎস্যজীবি ইউনুছ আলী প্রমুখ।