December 28, 2024
জাতীয়

ক্যাসিনো ব্যবসা কাউকে করতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণাঞ্চল ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ক্যাসিনো ব্যবসা আইনসঙ্গত নয়। এ ব্যবসা এ দেশে হতে দেয়া হবে না। রাজনীতিবিদ, প্রভাবশালী জনপ্রতিনিধি সে যেই হোন না কেন, কাউকে এ ব্যবসা করতে দেয়া হবে না।

গতকাল রবিবার মানিক মিয়া অ্যাভিনিউতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে অবৈধ ক্যাসিনো ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। সিলগালা করে দেয়া হয়েছে অনেকগুলো ক্লাব। গ্রেফতার করে আইনে সোপর্দ করা হয়েছে অনেককে। মনে রাখতে হবে, ব্যবসাটি আমাদের দেশে পুরোপুরি অবৈধ। এ কারণে কোনো ব্যক্তি এ ব্যবসা করতে পারবেন না। কেউ যদি করেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *