কেসিসি’র ভারপ্রাপ্ত মেয়র আমিনুল ইসলাম মুন্না
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ‘‘স্যুয়ারেজ এন্ড ফিকল ¯øাজ ম্যানেজমেন্ট (এফএসএম) সার্ভিসেস’’ শীর্ষক কর্মশালায় যোগদানের উদ্দেশ্যে গত শনিবার রাতে ফিলিপাইন গমন করেন। ৪ ফেব্রæয়ারী পর্যন্ত সিটি মেয়র ফিলিপাইনে অবস্থান করবেন। সেখান থেকে একই কর্মশালার দ্বিতীয় সেশনে যোগদানের উদ্দেশ্যে মালয়েশিয়ার কুয়ালালামপুর গমন এবং কর্মশালা শেষে ৮ ফেব্রæয়ারী তিনি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিটি মেয়র বিদেশে অবস্থান করায় মেয়র প্যানেলের সদস্য ও ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মো: আমিনুল ইসলাম মুন্না ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বিদেশে অবস্থানকালীন তাঁর সুস্থতা এবং সুস্থ অবস্থায় দেশে প্রত্যাবর্তন কামনা করে গতকাল রবিবার বাদ জোহর নগর ভবন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত মেয়র মো: আমিনুল ইসলাম মুন্না এ দোয়া মাহফিলের আয়োজন করেন। কেসিসি’র কর্মকর্তা–কর্মচারীগণ দোয়া মাহফিলে শরীক হন।