কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম অসুস্থ্য
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম অসুস্থ্য হয়ে খুলনার হৃদরোগ হাসপাতাল ফর্টিস এসকর্টস কার্ডিয়াক ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার ইফতারির পর হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন পৌর মেয়র রফিকুল ইসলাম। তাৎক্ষনিক তাকে কেশবপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিতে বললে খুলনার ফর্টিস হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে তিনি ফর্টিস হাসপাতালে (ফর্টিস এসকর্টস কার্ডিয়াক ইনস্টিটিউটে) চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাঁর অবস্থা অনেকটা উন্নতির দিকে। পৌর মেয়র রফিকুল ইসলামের আশু সুস্থ্যতার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে পৌরসভা-সহ উপজেলা বাসির নিকট দোয়া চেয়েছেন।