May 21, 2024
আন্তর্জাতিকলেটেস্টশীর্ষ সংবাদ

কেরালায় দুই টুকরো এয়ার ইন্ডিয়ার প্লেন, পাইলটসহ ১৫ জনের মৃত্যু

দক্ষিণাঞ্চল ডেস্ক
ভারতের কেরালার কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি এক্সপ্রেস প্লেন। ১৮৪ জন যাত্রী ও ৭ জন ক্রুসহ দুবাই ফেরত ফ্লাইটটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে দুই টুকরো হয়ে যায়। এতে পাইলটসসহ ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২৩ জন। এর মধ্যে ১৫ অবস্থা আশঙ্কাজনক।
আজ শুক্রবার স্থানীয় সময় রাত ৭টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি, হিন্দুস্তান টাইমস-সহ ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। বিজেপির সংসদ সদস্য কে জে আলফন্স টুইটে জানান, পাইলটসহ একজন ঘটনাস্থলেই মারা গেছেন। আহতদের উদ্ধার করা হয়েছে।
প্লেনটি দুবাই থেকে আসছিল। প্রচণ্ড বৃষ্টির মধ্যে রানওয়ে স্যাঁতসেঁতে হওয়ায় অবতরণের সময় ছিটকে পড়ে দুই টুকরো হয়ে যায়। প্লেনটির সামনের দিকটি প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। প্লেনটি বন্দে ভারত প্রকল্পের অংশ যা করোনা ভাইরাস মহামারির সময়ে বিদেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার উদ্দেশে চলাচল করছে। সিভিল অ্যাভিয়েশন রেগুলেটর ডিজিসিএ বলছে, দুর্ঘটনার সময় প্লেনটি রানওয়ে থেকে ছিটকে ৩০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে শোক ও সমবেদনা জানিয়েছেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *