কেরাণীগঞ্জে ম্যাচ কারখানায় অগ্নিকাণ্ড
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার রোহিতপুর বিসিক শিল্পনগরীর একটি ম্যাচ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে খাবারের বিরতির সময় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে কেরাণীগঞ্জ থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের জানিয়েছেন।
তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে কেরাণীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় খাবারের বিরতি ছিল। কারখানায় কোনো শ্রমিক না থাকায় হাতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে বলে তিনি জানান।