May 18, 2024
জাতীয়

কেএফসিকে চার লাখ টাকা জরিমানা

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

মেয়াদোত্তীর্ণ মুরগির মাংস রাখায় রাজধানীতে কেএফসির একটি শাখাকে চার লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। গতকাল মঙ্গলবার রাজধানীর বেইলি রোডে কেএফসির আউটলেটের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিএফএসএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা পপি।

তিনি বলেন, বেইলি রোডের কেএফসি মেয়াদ পার হওয়ার একদিন পরও ১৮ কেটি মুরগির মাংস সংরক্ষণ করে রেখেছিল। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি দল এটা দেখে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করে।

নিরাপদ খাদ্য আইনের ২৯ ধারায় কেএফসিকে চার লাখ টাকা জরিমানা করা হয় এবং তা সঙ্গে সঙ্গে আদায় করা হয়। এটি সর্বনিম্ন শাস্তি, এ ধরনের অপরাধের ক্ষেত্রে ভবিষ্যতে আরও বড় শাস্তি কিংবা জরিমানা করা হবে।

তবে এই বিষয়ে বক্তব্যের জন্য কেএফসির বেইলি রোড শাখায় ফোন করলে মেহরাজ নামে সেখানকার একজন কর্মী বলেন, এ বিষয়ে আমরা কথা বলতে পারব না, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কথা বলবে। ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের’ ফোন নম্বর চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *