কেইউজে’র নেতৃবৃন্দের সাথে কলকাতা প্রেস ক্লাবের সভাপতির মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর। গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় খুলনা প্রেস ক্লাবস্থ ইউনিয়নের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি ভারত-বাংলাদেশ অকৃত্রিম বন্ধুত্ব অটুট রাখার জন্য সকলের প্রতি উদার আহŸান জানান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। সভা পরিচালনা করেন যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এ কে হিরু, মলি¬ক সুধাংশু, ইউনিয়নের সহ-সভাপতি মহেন্দ্র নাথ সেন, বিএফইউজের নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা, কেইউজে’র নির্বাহী সদস্য বিমল সাহা, সদস্য সুনীল দাশ, দিলীপ বর্মণ প্রমুখ।