কুয়েট উপাচার্যের সাথে কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এর নবনিযুক্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম, এএফডবিøউসি, পিএসসি। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় কুয়েট ভাইস-চ্যান্সেলর এর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় কুয়েট ভাইস-চ্যান্সেলর কেডিএ এর চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে বলেন, খুলনার উন্নয়নে কুয়েট এবং কেডিএ এর যৌথভাবে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে। কেডিএ এর বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে কুয়েট বিশেষ ভূমিকা রাখতে পারে। এছাড়া, কেডিএ এর প্রত্যাশিত যেকোনো বিষয়ে বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন কুয়েট ভাইস-চ্যান্সেলর। এ সময় কুয়েট ভাইস-চ্যান্সেলর কেডিএ এর নব-নিযুক্ত চেয়ারম্যানকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেন।
কেডিএর চেয়ারম্যানও কুয়েট ভাইস-চ্যান্সেলরকে ক্রেস্ট উপহার দেন। অনুষ্ঠানে কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রোকনুজ্জামান, পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা এবং কেডিএ এর প্রধান প্রকৌশলী (চঃ দাঃ) কাজী মোঃ সাবিরুল আলম, সিনিয়র বৈষয়িক অফিসার ও তত্ত¡াবধায়ক প্রকৌশলী (অঃ দাঃ) শামীম জেহাদ উপস্থিত ছিলেন।