December 21, 2024
জাতীয়

কুড়িগ্রামের সাবেক ডিসিসহ ৩ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে অভিযোগ দায়ের

দক্ষিণাঞ্চল ডেস্ক

সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতনের ঘটনায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন, আরডিসি মো. নাজিম উদ্দিন, সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা, সহকারী কমিশনার এসএম রাহাতুল ইসলামসহ অজ্ঞাত আরও ৩৫/৪০ জন সরকারি কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

সাংবাদিক আরিফুল হাসপাতালে ভর্তি থাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম সদর থানায় তার পক্ষে অভিযোগ দাখিল করেন অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের ক্রাইম রিপোর্টার নুরুজ্জামান লাবু। অভিযোগ গ্রহণ করেন কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ রাত সোয়া ১২টায় অভিযুক্ত ব্যক্তিগণ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাংবাদিক আরিফুলের বাড়িতে ভাঙচুর চালিয়ে মারপিট করে তাকে তুলে নিয়ে আসে। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে এনকাউন্টারের চেষ্টা চালায়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আবারও নির্যাতন করে মাদকের মামলা দিয়ে এক বছরের কারাদÐ ও ৫০ হাজার টাকা জরিমানা করে জেলে পাঠানো হয়।

অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন,পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *