কুষ্টিয়ায় মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা
দক্ষিণাঞ্চল ডেস্ক
কুষ্টিয়ার সদর উপজেলায় মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি জাহাঙ্গীর আরিফ জানান, বুধবার সকাল ৬টার দিকে উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের হরিনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহানারা (২৮) ওই এলাকার ওই এলাকার করিম বিশ্বাসের ছেলে আব্দুল আওয়ালের স্ত্রী। এ ঘটনায় আওয়ালের মা জোবেদা খাতুন (৫২) আহত হয়েছেন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, আওয়াল তার বাবা-মা ও স্ত্রীর কাছে মাদকের জন্য টাকা দাবি করে। তারা টাকা দিতে রাজি না হওয়ায় আওয়ালের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আওয়াল ঘর থেকে ধারালো অস্ত্র এনে স্ত্রী ও মাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় ঘটনাস্থলেই তার স্ত্রী জাহানারা নিহত হন।
পরে স্থানীয়রা জোবেদাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বলে জানান ওসি। তিনি বলেন, মাদকের টাকার জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।