April 26, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় খুবি ভিসি, প্রো-ভিসি ও স্বাশিপের নিন্দা

খবর বিজ্ঞপ্তি
কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ও উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এক বিবৃতিতে তাঁরা বলেন, যারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ ও অনুরূপ প্রতিবাদ জানিয়েছে।
এদিকে ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে স্বাশিপের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. মো: ওয়ালিউল হাসানাত এবং সাধারন সম্পাদক প্রফেসর ড. আশিষ কুমার দাশ বলেন, বিজয়ের মাসে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা দেশ ও জাতি কোনো অবস্থাতেই মেনে নেবে না। সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়।

‌দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *