কুমিলায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১
দক্ষিণাঞ্চল ডেস্ক
কুমিলায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন; যার কাছে দুই হাজারের বেশি ইয়াবা পাওয়া গেছে বলে বিজিবির ভাষ্য। বিজিবি ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, রবিবার রাত ১টার দিকে সদর উপজেলার শাহাপুরে গোলাগুলির এ ঘটনা ঘটে। নিহত সেলিম মিয়া (৪৫) শাহাপুর দরগাহ এলাকার আলী আহাম্মদের ছেলে।
বিজিবি কর্মকর্তা মহিউদ্দিন বলেন, বিজিবির টহল দল গোলাবাড়ি সীমান্তে শাহাপুর দরগাহ মাদরাসার দক্ষিণে একটি নির্জন বাগানে অবস্থান নিলে মাদক কারবারিরা গুলি ছোড়ে। বিজিবি আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে সেলিম আহত হন। তাকে কুমিলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, নিহত সেলিমের কাছ থেকে দুই হাজার ২০টি ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।